ছবি: কালের কণ্ঠ
বিনা মূল্যে আইনি সহায়তা কার্যক্রমের আওতায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (১৬৪৩০) আইনি পরামর্শ কর্মকর্তা নিয়োগ দিতে যাচ্ছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এ ছাড়া কল সেন্টারের কর্মপরিধি ও সময়সীমা বাড়ানো হচ্ছে। গত বুধবার এসংক্রান্ত নথিতে অনুমোদন দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
নথি অনুযায়ী, জাতীয় হেল্পলাইন কল সেন্টারের কার্যক্রম পরিচালনার জন্য আইনি পরামর্শ কর্মকর্তা পদে ছয়জনকে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে যাচ্ছে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা।
এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন হলে জাতীয় হেল্পলাইন কল সেন্টার থেকে দিন-রাত ২৪ ঘণ্টা বিনা মূল্যে আইনগত পরামর্শ সেবা পাওয়া যাবে। ফলে বাংলাদেশের যেকোনো স্থান থেকে যে কেউ যেকোনো সময় ১৬৪৩০ নম্বরে কল করে আইনি পরামর্শ সেবা নিতে পারবেন। এই নম্বরে কল করার জন্য কোনো চার্জ বা মাসুল বা ফি কাটা যাবে না।
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালককে শিগগিরই এই নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়ে আইনমন্ত্রী বলেন, ‘আইনি সহায়তা কার্যক্রমকে আরো সফল ও বেগবান করে তুলতে হলে এটিকে অবশ্যই জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে হবে।
এ ক্ষেত্রে জাতীয় হেল্পলাইন কল সেন্টার তাত্পর্যপূর্ণ ভূমিকা পালন করছে।’